ইসরাইলে এফ-৩৫ যন্ত্রাংশ রফতানির জন্য মামলার মুখোমুখি ডাচ সরকার

  04-12-2023 03:54PM



পিএনএস ডেস্ক: ডাচ সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দিয়েছে অক্সফামের ডাচ শাখাসহ তিনটি মানবাধিকার সংস্থা। ইসরাইলে এফ-৩৫ যন্ত্রাংশ রফতানির কারণে হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। আগামী সোমবার হেগের জেলা আদালতে এ মামলার শুনানির কথা রয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংস্থাগুলো বলেছে, গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়েছে হামাস। এর কয়েক সপ্তাহ পরই ডাচ সরকার ইসরাইলে এফ-৩৫ যন্ত্রাংশ রফতানি করার অনুমতি দেয়, যা তাদের সরকারি রেকর্ডে প্রকাশ করা হয়েছে। এতে দেশটির জন্য গাজায় বোমাবর্ষণ সহজ হয়েছে। সে সুবাদে ডাচ সরকারও গাজায় যুদ্ধাপরাধের সাথে জড়িত।

সংস্থাগুলো তাদের আদালত ফাইলিংয়ে বলেছে, ইসরাইল গাজায় যুদ্ধ আইনের মৌলিক নীতিমালাকেও লঙ্ঘন করেছে। তারা বোমা হামলার ক্ষেত্রে সামরিক ও বেসামরিকের মাঝে কোনো পার্থক্য করেনি। বরং সবকিছুকে লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সূত্র : রয়টার্স/মিডল ইস্ট আই


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন