গাজায় অভিযানে ইসরাইলের সাবেক সেনাপ্রধানের ছেলে নিহত

  08-12-2023 03:21PM



পিএনএস ডেস্ক: ইসরাইলের সাবেক সেনাপ্রধান এবং দেশটির বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গাদি আইসেনকোটের ছেলে গাজায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার উত্তর গাজায় ২৫ বছর বয়সি মেজর গাল আইসেনকোট নিহত হয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম বলছে, একটি টানেল শ্যাফট বিস্ফোরণে মেজর গাল আইসেনকোট গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এ ঘটনায় তার ও তার স্ত্রীর 'হৃদয় ভেঙে গেছে'। গাল আইজেনকোট ছিল 'সত্যিকারের বীর'।

এক বিবৃতিতে তিনি বলেন, 'আমাদের বীরেরা এমনি এমনি মরছে না। আমরা বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।'

মেজর গাল আইসেনকোটের বাবা গাদি আইসেনকোট ২০১৫-২০১৯ সাল মেয়াদে ইসরাইলের সেনাপ্রধান ছিলেন।

তিনি ইসরাইলের ন্যাশনাল ইউনিটি পার্টির একজন আইনপ্রণেতা, যাকে গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলের গঠন করা যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার সদস্য করা হয়।

পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন