স্বামী ও সন্তানদের বাঁচাতে বন্দুকের মুখে বুক পেতে দিলেন মা!

  10-12-2023 10:26AM



পিএনএস ডেস্ক: পাকিস্তানের কারাকোরাম হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসে বন্দুক হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় সন্তান ও স্বামীকে সুরক্ষিত রাখতে গুলির মুখে বুক পেতে দিয়েছেন এক নারী। ছয়টি গুলি খেয়েও বেঁচে গেছেন সেই নারী।

২৬ থেকে ২৮ বছর বয়সি ওই নারীর নাম রোশন বিবি। তার স্বামী বুলবুল শাহ জানান, রোশন তাদের মেয়েকে কোলে নিয়ে জানালার সিটে বসা ছিলেন।

তিনি বলেন, হামলার সময় তার স্ত্রী উভয় শিশুকে সিটের নিচে লুকিয়ে রেখেছিলেন, তাকে (স্বামী) বাসের মেঝেতে ঠেলে দিয়েছিলেন এবং কেবল তার দেহ দিয়ে তাদের ঢেকে রেখে পরিবারকে রক্ষা করেছেন।

প্রিয়জনকে সুরক্ষিত রাখতে গিয়ে রোশন পেটে ছয়টি গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এর মধ্যে তিনটি বুলেট অপসারণ করা হয়েছে, তবে কিছু জটিলতার কারণে বাকী তিনটি গুলি এখনো বের করতে পারেননি ডাক্তাররা।

বর্তমানে রোশন করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, যেখানে তার কিছু পরীক্ষা ও স্ক্যান করা হয়েছে।

বুলবুল শাহ আরও বলেন, বিশেষজ্ঞদের পরামর্শের পরে অবশিষ্ট বুলেটগুলো সরানোর জন্য তার স্ত্রীর আরও কিছু অস্ত্রোপচার করা হবে।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রোশন বলেন, আঘাতের কারণে তার পিঠের কিছু অংশ অসাড় হয়ে গেছে, তবে তিনি কৃতজ্ঞ যে তার সন্তানরা নিরাপদে রয়েছে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন