ট্রাম্প ক্ষমতায় ফিরলে ন্যাটো থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: নিউ ইয়র্ক টাইমস

  10-12-2023 07:13PM

পিএনএস ডেস্ক: ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসেন, তাহলে দেশটিকে তিনি সামরিক জোট ন্যাটো থেকে বের করে নিয়ে আসবেন। এমনই এক সম্ভাবনার কথা বলা হয়েছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে। ওই রিপোর্টে বলা হয়, অসংখ্য কূটনীতিক এবং ন্যাটো সদস্য দেশগুলো এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। তাদের আশঙ্কা ট্রাম্প ক্ষমতায় ফিরলে শুধু ইউক্রেনকে পরিত্যাগ করবেন না, তিনি ইউরোপ মহাদেশ ও ন্যাটো থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনবেন।

নৌবাহিনীর অবসরপ্রাপ্ত চার তারকা অ্যাডমিরাল জেমস স্ট্যাভরিডিস নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ইউরোপে একটি বড় আতঙ্ক রয়েছে যে ট্রাম্পের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে আসবে। এটি হবে আমাদের জাতির জন্য একটি বিশাল কৌশলগত এবং ঐতিহাসিক ব্যর্থতা। ওই রিপোর্টে আরও বলা হয়, ট্রাম্প ক্ষমতায় ফিরলে কেমন পদক্ষেপ নিতে হবে তা নিয়ে ইউরোপীয় দেশগুলো দ্বিধায় ভুগছে। ইউরোপের ছোট দেশগুলো ট্রাম্পের সুদৃষ্টি পেতে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বৃদ্ধি করতে পারে।

২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান দল থেকে ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দল থেকে জো বাইডেন। বিভিন্ন জরিপে উভয় প্রতিদ্বন্দ্বির জনপ্রিয়তা বেশ কাছাকাছি দেখা গেছে।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন