পিএনএস ডেস্ক: ভারতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছেন তরুণী। এ ঘটনায় অভিমানে আত্মহত্যা করেছেন ওই তরুণীর মা-বাবা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে আনন্দবাজার। দেশটির দক্ষিণ কেরালার কোল্লাম জেলার পাভুম্বা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর বাবা উন্নিকৃষ্ণ ও তার স্ত্রী বিন্দু একমাত্র মেয়েকে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেন। কিন্তু তাদের কথা না শুনে তরণী সম্পর্ক চালিয়ে যান, এরপর প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। এ খবর জানতে পেরে আত্মহত্যা করেন ওই তরুণীর মা-বাবা।
ওই তরুণীর আত্মীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একমাত্র মেয়েকে নিয়ে ওই দম্পতি সবসময় চিন্তা করতেন। মেয়ের কারণেই তারা ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মেয়ের পালিয়ে যাওয়ার খবর জানতে পেরে ঘুমের ওষুধ খেয়ে ওই দম্পতি আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পিএনএস/এমএইউ
প্রেমিকের সঙ্গে ঘর ছাড়লেন মেয়ে, আত্মহত্যা করলেন মা-বাবা!
19-02-2024 01:03PM