সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করবে ইমরান খানের দল

  19-02-2024 09:28PM

পিএনএস ডেস্ক: গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গঠন হয়নি পাকিস্তানে। এখন আবার শরিক দলগুলো পিছুটান দিচ্ছে। পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আসন ভাগাভাগির বৈঠকও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এ অবস্থায় নতুন দলে যোগ দিচ্ছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

সোমবার পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গওহর আলি খান বলেন, আমাদের দলের যারা জাতীয় পরিষদ ও খাইবার পাখতুনখাওয়াও পাঞ্জাবে নির্বাচিত হয়েছেন, তারা নতুন দলে যোগ দিচ্ছেন। এসব প্রার্থী সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের হয়ে পার্লামেন্টে যাবেন। আমাদের প্রার্থীরা পরস্পরের সম্মতিতে হলফনামা জমা দিয়েছেন। আমরা ঘোষণা দিচ্ছি, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিচ্ছেন।

এর আগে তিনি বলেছিলেন, সরকার গঠনের জন্য তার দল পিএমএল-এন বা পিপিপি ছাড়া যেকোনো দলের সঙ্গে আলোচনা করতে পারে।

এক সংবাদ সম্মেলনে পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান জানান, পিটিআই কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে। দেশবাসী ইমরান খানকে চায়। জনগণের ম্যান্ডেট মেনে নিতে তিনি দেশটির অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন