লোহিত সাগরে ইসরায়েল-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের জাহাজ নিষিদ্ধ

  22-02-2024 08:36PM

পিএনএস ডেস্ক : লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ জাহাজ নিষিদ্ধ ঘোষণা করেছে হুতি বাহিনী। খবর অনুসারে, লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে ইয়েমেনের হুতিরা ইসরায়েলি ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং ইসরায়েলের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

হুতি নিয়ন্ত্রিত সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার ওই অঞ্চলে কর্মরত বীমা কোম্পানি ও ফার্মগুলোর কাছে একটি বিবৃতি পাঠিয়েছে।

বিবৃতি অনুসারে, মার্কিন বা ব্রিটিশ ব্যক্তি বা সংস্থার মালিকানাধীন বা তাদের পতাকার অধীনে চলাচলকারী জাহাজগুলিও নিষিদ্ধ করা হয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়ায় হুতিরা লোহিত সাগরে হামলা অব্যাহত রেখেছে। এবার তারা এই সতর্কতা জারি করল। হুতিদের হামলা ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম এই শিপিং রুটে আন্তর্জাতিক বাণিজ্যকে ব্যাহত করেছে।
পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন