পিএনএস ডেস্ক: 'মত প্রকাশের স্বাধীনতা' ইস্যুতে বিবাদে জড়িয়ে পড়লো ভারত সরকার এবং সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বে টুইটার )। সোশ্যাল মিডিয়া জায়ান্টের অভিযোগ,কৃষকদের বিক্ষোভের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টগুলিকে সেন্সর করার নির্দেশ দেওয়া হয়েছিল মোদি সরকারের তরফে।
মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটি এখন আমেরিকান ব্যবসায়ী ইলন মাস্কের মালিকানাধীন তিনি জানিয়েছেন যে, "নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট এবং পোস্টগুলি" সরিয়ে ফেলার জন্য ভারত সরকার নির্দেশ দিয়েছে, অন্যথায় নাকি গুরুত্বপূর্ণ জরিমানার পাশাপাশি কারাদণ্ডর সম্মুখীন হতে হবে।'
মাস্কের বিবৃতিটি এমন এক সময়ে সামনে এসেছে যখন এমএসপি গ্যারান্টিযুক্ত আইনের জন্য চাপ দিতে কৃষক ইউনিয়নগুলি কড়া আন্দোলনে নেমেছে। যদিও মাস্কের কোম্পানি এর জবাবে জানিয়ে দিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতার জন্য এরকমটা করা মেনে নিতে পারছে না। ভারত সরকারের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিমের পক্ষ থেকে বলা হয়েছে, আইনি বাধার জন্য তারা ভারত সরকারের প্রশাসনিক নির্দেশটি প্রকাশ করতে পারছে না। কিন্তু, তারা বিশ্বাস করে যে, এটা প্রকাশ্যে আনাটা স্বচ্ছতার পক্ষে জরুরি। বৃহস্পতিবার প্রায় শেষ রাতে এক্সের তরফে এক বার্তায় একথা জানানো হয়। ভারত সরকারের নির্দেশ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও পৌঁছে গেছে ।
সূত্র জানায় যে, দুটি মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মকে আইটি আইনের ধারা ৬৯ -এ ধারার অধীনে আদেশ জারি করা হয়েছিল, যা তারা মেনে নিয়েছে। যদিও মেটার নির্বাহীরা বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। সূত্রের খবর যে, ভারত সরকারের আদেশ সেইসব "শতশত পোস্ট এবং অ্যাকাউন্টের" বিরুদ্ধে ছিল, যার মধ্যে অনেকগুলিই কৃষক বিক্ষোভের সাথে সম্পর্কিত।
বিষয়বস্তু সরিয়ে নেয়ার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া জায়ান্টদের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ এই প্রথমবার নয়।
২০২১ সালের গোড়ার দিকে একটি বিশাল শোডাউন হয়েছিল (কৃষক বিক্ষোভের প্রথম পর্বের সময়) যেখানে সরকার 'এক্স '-এর নির্বাহীদের গ্রেপ্তার করার হুমকি দিয়েছিল বিক্ষোভের সাথে যুক্ত কিছু হ্যান্ডেল এবং পোস্টগুলি সরিয়ে নিতে অনীহা দেখানোর জন্য, বিশেষ করে যেগুলি কৃষক মৃত্যুর কথা তুলে ধরা হয়েছিল। ভারত সরকারের এই প্রশাসনিক নির্দেশের বিরুদ্ধে মাস্কের কোম্পানি আদালতের দ্বারস্থ হতে পারে বলে জানিয়েছে। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
পিএনএস/আনোয়ার
ভারতে লোকসভা নির্বাচনের আগে বোমা ফাটালেন ইলন মাস্ক
24-02-2024 11:51AM