গাজায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৭০০ ছাড়িয়েছে

  27-02-2024 02:20AM

পিএনএস ডেস্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গত সাড়ে চার মাসের অভিযানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ২৯ হাজার ৭৮২ জন এবং এ পর্যন্ত আহত হয়েছেন সর্বমোট ৭০ হাজার ৪৩ জন ফিলিস্তিনি।

এর বাইরে ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ৯০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১৬৪ জন। সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হওয়া সেই বিরতির পর ফের যুদ্ধ শুরু হয় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে। তবে হামাসের হাতে এখনও শতাধিক জিম্মি রয়েছে। কীভাবে তাদের মুক্ত করা যাবে, সে সংক্রান্ত আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে প্যারিসে।

আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিনিয়ত ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যাচ্ছে, কিন্তু ইসরায়েল তাতে কর্ণপাত করছে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন