ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেয়া সেই মার্কিন সেনার মৃত্যু

  27-02-2024 10:44AM



পিএনএস ডেস্ক: ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে এবং গাজা যুদ্ধের প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের সামনে নিজ গায়ে আগুন দেয়া সেই মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। খবর বিবিসি।

স্থানীয় সময় গেল রোববার বিকেলে ওই মার্কিন সেনা দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেন। এ সময় তাকে ‘ফ্রি ফিলিস্তিন বা ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান দিতে শোনা গেছে। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিমানবাহিনীর ওই সদস্য ২৫ বছর বয়সী অ্যারন বুশনেল বলে জানা গেছে। তিনি টেক্সাসের বাসিন্দা।

রোববার বিকালে ইজরায়েলি দূতাবাসের বাইরে আগুন লাগার একটি বার্তা পেয়ে ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা এসে দেখেন সিক্রেট সার্ভিসের অফিসাররা ইতোমধ্যেই ওই সেনার শরীরের আগুন নিভিয়ে ফেলেছেন।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, লোকটিকে ‘গুরুতর আহত’ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই সেনার মৃত্যু হয়।

এয়ার ফোর্সের এক মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন, তিনি এয়ার ফোর্সের একজন সক্রিয় সদস্য।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন