পিএনএস ডেস্ক : জাপানের শিকোকু দ্বীপের পশ্চিম উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টা ১৪ মিনিটে এহিম এবং কোচি প্রিফেকচারের কিছু অংশে এ ভূকম্পন অনুভূত হয়।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উপকেন্দ্রটি এহিম প্রিফেকচার থেকে বুঙ্গো চ্যানেলের ৫০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল, যা সরাসরি কিউশু এবং শিকোকু দ্বীপগুলোকে আলাদা করেছে।
এদিকে, এ ভূমিকম্প থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
এছাড়া শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
পিএনএস/শাওন
জাপানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
18-04-2024 12:02AM
