পিএনএস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (আগের নাম টুইটার) প্রবেশ বন্ধ করেছে পাকিস্তান। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটির কর্তৃপক্ষ ফেব্রুয়ারিতে এটি বন্ধ করে। কিন্তু আজকের আগ পর্যন্ত কর্তৃপক্ষ সেটা স্বীকার করেনি।
খবর অনুসারে, পাকিস্তানের নাগরিকরা মধ্য ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে প্রবেশে অসুবিধার কথা জানিয়ে আসছিল। ওই সময় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক- ইনসাফ (পিটিআই) জাতীয় নির্বাচনের ভোটে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দিয়েছিল। সে সময় সরকার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থা-পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) এক্স-বিভ্রাটের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছিল।
বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদালতে লিখিত বক্তব্যে শাটডাউনের বিষয়টি উল্লেখ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা প্রতিবেদনে বলা হয়, ‘এখানে উল্লেখ করা খুবই প্রাসঙ্গিক যে, টুইটার/এক্স পাকিস্তান সরকারের আইনি নির্দেশনা মেনে চলতে এবং প্ল্যাটফর্মের অপব্যবহার নিয়ে উদ্বেগ নিরসনে ব্যর্থ হওয়ায় নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন দেখা দিয়েছে।
পিএনএস/শাওন
যোগাযোগ মাধ্যম ‘এক্স’ বন্ধ করেছে পাকিস্তান
18-04-2024 02:25AM