আঞ্চলিক সংযোগের উপর জোর দিলেন ভারতের পরররাষ্ট্রমন্ত্রী

  18-05-2024 12:13PM




পিএনএস ডেস্ক: বাণিজ্য ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো স্বীকার করে চীনের সাথে ভারতের ব্যবসায়িক লেনদেনে সতর্কতার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ১৭ মে নয়াদিল্লিতে সিআইআই বার্ষিক বিজনেস সামিটে বক্তৃতার সময় জয়শঙ্কর বলেন, ‘যদি সীমান্ত এলাকায় শান্তি বিঘ্নিত হয়, তাহলে আপনি কি এমন কারো সাথে ব্যবসা করতে চাইবেন যে আপনার ভূমিতে প্রবেশ করেছে? যদি একটি দেশ আমাদের সীমান্তে সমস্যা সৃষ্টি করে, তাহলে আমরা কীভাবে বলতে পারি যে, ব্যবসা স্বাভাবিকভাবে চলতে থাকবে?’


ভারত চীনের সাথে ব্যবসাকে উপেক্ষা না করলেও জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছেন যে, ‘আমাদের সমস্যাগুলো সংজ্ঞায়িত করতে হবে এবং এখন থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে।’


তিনি ব্যবসায়িক প্রস্তাবের সময় জাতীয় নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করেন। চীনের সাথে সরাসরি সম্পৃক্ততার ওপর রাশ না টেনে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার পরামর্শ দেন। জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ‘ভারতের বুকে উৎপাদনশীলতাকে উৎসাহিত করতে হবে এবং ভারতে ব্যবসাকে উৎসাহিত করতে হবে। এটি বেদনাদায়ক কারণ আমরা আসলে ২০-৩০ বছর ধরে দেশীয় উৎপাদনকে অবহেলা করে এসেছি।’


প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে, জয়শঙ্কর বাংলাদেশ ও নেপালের সাথে উন্নত সড়ক, রেল এবং বন্দর অ্যাক্সেসের উল্লেখ করে আঞ্চলিক সংযোগের উন্নতির কথা তুলে ধরেন। তিনি ভারতীয় পণ্যের বাজারে প্রবেশাধিকার প্রদানের জন্য শ্রীলঙ্কার সাথে একটি স্থল সেতু, জ্বালানি পাইপলাইন এবং রেল সেতুর চলমান প্রস্তাবের কথাও উল্লেখ করেছেন।মালদ্বীপের কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, সেখানে উন্নয়নমূলক প্রকল্পগুলো দ্রুত গতিতেই অগ্রসর হচ্ছে।

সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানের অব্যাহত সমর্থনের ইঙ্গিত করে ভারতের পরররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তাদের মন তৈরি করতে হবে। ২০১৯ সালের পর ইমরান খানের সরকারের অনেক পদক্ষেপ সম্পর্ককে নিম্নমানের করেছে।’ সূত্র : ইন্ডিয়া টুডে


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন