শি জিনপিংকে নিয়ে চ্যাটবট বানাল চীন

  24-05-2024 06:38PM

পিএনএস ডেস্ক: এবার এক নতুন চ্যাটবট এসেছে। যা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর ভিত্তি করে তৈরি। এমনকি চীনা এ নেতার ‘ভাবনা’ ব্যবহার করে এটি প্রশিক্ষিত হয়েছে। ‘ভাবনা’ বলতে বোঝানো হয়েছে জিনপিংয়ের বাণীকে। এতে কোনো ‘মাইন্ড-রিডিং’ প্রযুক্তি ব্যহার করা হয়নি।

এআই চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে চীনা কর্মকর্তারা শুধু জিনপিংয়ের কিছু বই ও গবেষণাপত্র ব্যবহার করেছেন।

তার রাজনৈতিক মতাদর্শ সমন্বিতভাবে ‘শি জিনপিং থটস অন সোশালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিকস ফর এ নিউ এরা’ বা ‘শি জিনপিং থট’ নামে পরিচিত।

চ্যাটবটকে এমন ১২টির বেশি বইয়ের ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেগুলো শি জিনপিং নিজেই লিখেছেন বলে দাবি করা হয়। এর প্রশিক্ষণ সেটের মধ্যে রয়েছে সরকারি বিধিনিষেধ, নীতিমালার নথি, রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদন ও অন্যান্য আনুষ্ঠানিক প্রকাশনা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন