পিএনএস ডেস্ক : রমজানে রোজা রাখার পর শাওয়াল মাসে আরো ছয়টি নফল রোজা রাখলে সারাবছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর তার সাথে সাথে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখল, সে যেন পূর্ণ বছরই রোজা রাখল।’ (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪)
রাসূল সা: প্রতি মাসে কয়েক দিন রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম রা:-কেও উদ্বুদ্ধ করতেন। তবে তিনি রমজানের পরের মাস শাওয়ালে ছয়টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন।
যে ব্যক্তি রমজানের রোজা যথাযথভাবে রাখে এবং শাওয়াল মাসে ধারাবাহিক বা বিচ্ছিন্নভাবে ছয় রোজা রাখে, সে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব পাবে।
মুহাদ্দিসরা পুরো বছরের ব্যাখ্যা এভাবে করেন, রমজানের ৩০ রোজার সওয়াব ১০ গুণ বৃদ্ধি পেলে তা ১০ মাসের সমান হয় এবং ছয় রোজার সওয়াব ১০ গুণ বৃদ্ধি করলে তা দুই মাসের সমান হয়। এভাবে ১২ মাসের সমান সওয়াব পাওয়া যায়।
তথ্যসূত্র : আল-মাউসুয়াতুল হাদিসিয়্যাহ
পিএনএস/রাসেল
শাওয়ালের ৬ রোজায় সারাবছর রোজা রাখার সওয়াব
25-04-2023 09:52AM
