পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ ভুলে গেলে করণীয় কী?

  16-06-2024 03:23PM



পিএনএস ডেস্ক: প্রশ্ন: পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ ভুলে গেলে করণীয় কী?

উত্তর: জবাইয়ের সময় ভুলে বিসমিল্লাহ ছুটে গেলে জবাই সহিহ হয়ে যায়। ‘বিসমিল্লাহ’ ভুলে যাওয়ার কারণে জবাইকৃত পশু-পাখি হারাম হয়ে যায় না।

তবে ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে পশু খাওয়া হারাম হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
ভুলবশত বিসমিল্লাহ না পড়ে জবাই করা সম্পর্কে ইবরাহীম নাখায়ী রাহ.-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে কোনো সমস্যা নেই।

কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান পুরুষ মহিলার ওপর কুরবানি ওয়াজিব। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম (আ.) থেকে শুরু করে সব নবীর যুগেই কুরবানি পালিত হয়েছে।

মুসান্নাফে আব্দুর রাযযাক ৮৫৪০; শরহু মুখতাসারিত তহাবী ৭/২৩২


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন