পিএনএস ডেস্ক : ১৯৭১ সালে খুলনার রূপসা থানা এলাকায় আমিন উদ্দিন শেখ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- আমজাদ মিনা ও সাবাজ হালদার। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
পিএনএস/এমবিবি
৫১ বছর আগের হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
07-02-2023 04:43PM
