পিএনএস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে গ্রেফতার বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে শেষে আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত নতুন করে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত ২৫ মে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গত, গত ১৯ মে জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে ২১ মে বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ।’
পিএনএস/এএ
আরও ৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
30-05-2023 02:34PM
