বিড়াল পালায় আসামির সাজা বাতিল করলো আদালত!

  22-01-2024 10:15AM



পিএনএস ডেস্ক: রাশিয়ার একটি আদালত বিড়াল পালায় এক অপরাধীর পাঁচ বছরের কারাদণ্ড বাতিল করে দিয়েছেন। দেশটির সাইবেরিয়ার একটি আদালতের এমন রায় ইতিহাসে নজিরবিহীন। রুশ গণমাধ্যম আরটি এমন তথ্য দিয়েছে।

জানা যায়, ৪৮ বছর বয়স্ক এক ব্যক্তিকে গুন্ডামি ও অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত করেছিলেন আদালত। দেশটির কেমেরোভো শহরে তিনি মাতাল অবস্থায় তার অস্ত্র দিয়ে পথচারীদের ভয় দেখান।

দুই মামলায় মোট পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তারপর বিশেষ কিছু বিবেচনার পরিপ্রেক্ষিতে তার কারাদণ্ড মওকুফ করে দেওয়া হয়।

কারাদণ্ড মওকুফের জন্য আদালত যেসব কারণ উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে, তিনি বিড়াল পালেন, তিনি ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করেছেন ও তার শারীরিক অবস্থা ভালো নয়।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন