সরকারি-বেসরকারি খাতে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

  17-05-2022 06:27PM

পিএনএস ডেস্ক : সরকারি-বেসরকারি খাতে ব্যয় কমিয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এনইসি) অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা এ নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি খাতের সব বিষয়ে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ-পানি থেকে শুরু করে কোনো খাতেই অপচয় করা যাবে না।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, আজকের এনইসি সভায় অপচয় রোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। জনগণের অর্থ ব্যয়ে সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী ভ্রমণের বিষয়ে নির্বাহী আদেশ দিয়েছেন।

এম এ মান্নান বলেন, সম্পদ সবারই সীমিত। অহেতুক সম্পদ অপচয় করার কোনো মানে নেই। শুধু অপচয় রোধ নয়, জনগণের জন্য এবং দেশের জন্য প্রকল্প এগিয়ে নিতে হবে। অহেতুক বাড়াবাড়ি করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন