করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১২

  27-01-2023 06:49PM

পিএনএস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। টানা ১৬ দিন ধরে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময়ে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১২ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৮৫ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৭৭ শতাংশ ছিল।

সবশেষ ১১ জানুয়ারি দেশে করোনায় ১ জনের মৃত্যুর খবর এসেছিল। তারপর গত ১৬ দিন ধরে করোনায় মৃত্যুহীন বাংলাদেশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৫০৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪১ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২১৭ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯২ হাজার ৯ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১১ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে নোয়াখালী জেলায় একজন নতুন রোগী ধরা পড়েছে। দেশের বাকি ৬২ জেলায় আর কারও সংক্রমণের খবর নমুনা পরীক্ষায় আসেনি।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন