পিএনএস ডেস্ক : রাজধানীর কমলাপুরে বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. সাফায়েত আহমেদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে এই ঘটনা।
মৃত সাফায়েত কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। সে কমলাপুরে ইস্টার্ন হাউজিংয়ের ঐ ভবনের ১২ তলায় পরিবারের সঙ্গে থাকতো।
মৃতের বাবা শাহ আলম জানান, ইস্টার্ন হাউজিংয়ের ঐ ভবনটি ১৭ তলা। ১২ তলা থেকে লিফটে উঠার জন্য দৌড় দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ির রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায় সাফায়েত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পিএনএস/এএ
লিফটে উঠতে দৌড়, ১২ তলা থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
22-03-2023 02:44AM
