পিএনএস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানানো হয়েছে। চিঠি দেয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়, সেজন্যই ডেকেছি অনানুষ্ঠানিকভাবে ডেকেছি। কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে বিএনপিকে ডাকা হয়নি। সব নির্বাচন কমিশনার বসেই সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে।
পিএনএস/আনোয়ার
বিএনপিকে সংলাপ নয়, অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানানো হয়েছে: সিইসি
28-03-2023 12:58PM