যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি : সতর্কবার্তা হিসেবে দেখছে সব পক্ষ

  26-05-2023 02:25PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধা দেওয়া ব্যক্তিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টিকে সতর্কবার্তা হিসেবে দেখছে সব পক্ষ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সংশ্লিষ্ট সবাই যুক্তরাষ্ট্রের ওই হুঁশিয়ারি বার্তা আমলে নিয়েছে। ওই দলগুলোর প্রতিনিধিরা গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বুধবার বাংলাদেশের জন্য নতুন যে ভিসানীতি অনুমোদন করেছেন তা সরকারি, বিরোধী পক্ষ, সামরিক-বেসামরিক কর্মী, নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগসহ সবার জন্য প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রীর অঙ্গীকারের প্রতি সমর্থনের প্রশংসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সকালেই এক বিবৃতিতে মার্কিন ভিসানীতির প্রতিক্রিয়া জানায়। সেখানে সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত অঙ্গীকারের প্রতি জোরালো সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা করেছে। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারও তুলে ধরেছে সরকার।

সহিংসতার বিরুদ্ধে বার্তা দেখছে আওয়ামী লীগ
নজরুলজয়ন্তী উপলক্ষে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরপরই সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া জানতে চান। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করব এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার হিসেবে নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করব। এই নির্বাচনে যারা বাধা দেবে তাদের অবশ্যই আমরা প্রতিহত করব।’

ওবায়দুল কাদের বলেন, ‘যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই একটা রাজনৈতিক সহিংসতায় আছে, কাজেই ওদের খবর আছে।

সেখানে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সাংবাদিকদের বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন না হলে যুক্তরাষ্ট্র যে ভিসা নিষেধাজ্ঞার ইঙ্গিত দিচ্ছে তা যথাযথ বলেই তিনি মনে করেন। ভিসা থেকে শুরু যেসব বিষয় আমাদের সামনে এসেছে, এগুলো আমাদের জাতির জন্য অত্যন্ত অবমাননাকর, লজ্জাকর।’

তিনি বলেন, বর্তমান সরকারের কারণে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির ফলে বিএনপি নয় বরং সরকারের খবর আছে বলে তিনি মনে করেন।

সরকারের অবস্থানই স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের বক্তব্যে, বললেন পররাষ্ট্রমন্ত্রী

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে এ কথাই বলা হয়েছে।
বিএনপিকে ইঙ্গিত করে মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির ফলে যারা সহিংসতা করে, আগুন দেয় তাদের জন্য সতর্কবার্তা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করব, জ্বালাও-পোড়াও দলগুলো একটু সচেতন হবে। এই জ্বালাও-পোড়াও আর রাস্তা দখল করে আন্দোলন ওগুলো হবে না।’

গত ৩ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভিসানীতির কথা জানালেও সরকার কেন এত দিন বিষয়টি জানায়নি জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের নীতির কথা আমরা কেন বলব?’

মোমেন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তাঁকে একটি অপূর্ব চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে ওই নীতির কথা তুলে ধরে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারকে সহযোগিতা করতেই তাঁরা ওই নীতি প্রণয়ন করেছেন।

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা
ভিসানীতি ব্যাখ্যা করতে গতকাল দুপুর ১২টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাঁর বাসায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির পক্ষে মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি প্রতিনিধিদের মধ্যে কিছুটা বাহাস হয়েছে বলে জানা গেছে।
প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, বৈঠকে মার্কিন সরকারের ঘোষণা করা ভিসানীতি সম্পর্কে আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়েছে। তিন দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে। নির্বাচন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েও আওয়ামী লীগ-বিএনপি নেতারা কথা বলেছেন।

চুন্নু বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু হয় সে কারণেই তারা ভিসানীতি ঘোষণা করেছে, এটা বোঝা গেছে। এ ব্যাপারে আমাদের দলও একমত। আমরা বলেছি, মার্কিন সরকার যে ভিসানীতি ঘোষণা করেছে তাতে আমাদের কোনো আপত্তি নেই।’

বৈঠকে আওয়ামী লীগের নেতারা গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের সংগ্রাম, নির্বাচন কমিশন আইন প্রণয়নসহ নানা অবদানের কথা তুলে ধরেন। বৈঠকের প্রসঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ বলেন, মার্কিন রাষ্ট্রদূত তাঁদের নতুন ভিসানীতি নিয়ে আলাপ করেছেন। এ আলাপে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো বক্তব্য দেয়নি।

সেলিম মাহমুদ আরো বলেন, ‘বিএনপি আমাদের দেশের ওপরে যে নিষেধাজ্ঞা আরোপ চেয়েছিল সেটা সফল হয়নি। যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তারা যে ভিসানীতি ঘোষণা করেছে তার ফলে বিএনপির নির্বাচন প্রতিহত করার ঘোষণা থেকে সরে আসতে হবে। নির্বাচন প্রতিহত করতে চাইলে তাদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রয়োগ হবে।’

এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাস তার ফেসবুক পেজে এক বার্তায় বলেছে, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এই নতুন ভিসানীতি সবার জন্য প্রযোজ্য।’

যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে স্বাগত জানিয়েছে বিএনপি
আগামী নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, এই নীতি ক্ষমতাসীনদের ভোট কারচুপির বিরুদ্ধে বড় ধরনের সিগন্যাল। গতকাল দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আমীর খসরু মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি একটি বড় ধরনের বার্তা। এই বার্তা না বুঝে ভোটচুরির প্রক্রিয়া অব্যাহত রাখলে ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা করা দরকার। যুক্তরাষ্ট্রের উদ্যোগ আগামী দিনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করেছেন। বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়াকে সমর্থন জানানোর উদ্যোগ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও যুক্তরাষ্ট্র সরকারের বিবৃতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এই ভিসানীতির মাধ্যমে বাংলাদেশের জনগণ, সরকার ও প্রধানমন্ত্রী—সবার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানানো হয়েছে।

মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের কাজ করেছে। আমরা আমাদের কাজ করব।’

ভিসানীতি প্রয়োগে সাফল্য আছে কি না, জানতে চেয়েছেন মোমেন
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর বিকেলে আবারও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি বিশ্বের যেসব দেশে (নাইজেরিয়া ও সোমালিয়া) প্রয়োগ করা হয়েছে, সেখানে কোনো সাফল্য এসেছে কি না রাষ্ট্রদূত পিটার হাসের কাছে জানতে চেয়েছিলাম। তবে তিনি সেটা বলতে পারেননি।’

মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি করেছে। আলোচনায় এটা এসেছে। আমি বলেছি, এগুলো পরীক্ষিত হয়েছে কি না। তিনি বলেছেন, আসলে পরীক্ষিত হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) বিভিন্ন জায়গায় টেস্ট করছে। এখনো সফল হয়েছে কি না সেটা তিনি (রাষ্ট্রদূত) বলতে পারেননি। এটা নতুন, তারা চেষ্টা করছে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলেছি, শেখ হাসিনার সরকার গণতন্ত্রের জন্য কাজ করেছে। আওয়ামী লীগ সব সময় নির্বাচনমুখী। গ্রহণযোগ্য নির্বাচন না হলে সরকার টিকতে পারে না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। বিশেষ করে জ্বালাও-পোড়াও আমরা চাই না। এটাতে (মার্কিন ভিসানীতি) হয়তো সাহায্য করতে পারে। যারা জ্বালাও-পোড়াও করে, আমাদের নির্বাচনকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা হয়তো এর পরিপ্রেক্ষিতে বিরত থাকবে।’

যুক্তরাষ্ট্রের নীতিতে অস্বস্তি আছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘কেন অস্বস্তি হবে? তারা করেছে তাদের নিয়মে। আমরা মনে করি, আমাদের নিয়মে স্বচ্ছ ও সুন্দর নির্বাচনে সাহায্য করবে, তাহলে ভালো। কিন্তু এটা কত দূর সাহায্য করবে আমি জানি না।’

পররাষ্ট্রমন্ত্রীর পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার হালনাগাদ সংস্করণ পড়ে শোনান। সেখানে বাংলাদেশ প্রত্যাশা জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার ভিসানীতি যথেচ্ছভাবে প্রয়োগ না করে বস্তুনিষ্ঠভাবে প্রয়োগ করবে।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন