পিএনএস ডেস্ক : নড়াইলে চাকরিচ্যুত পুলিশ সদস্য বিএম মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (৫০) নামের এক মাদককারবারিকে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজগর আলী তাকে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
শনিবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার নিরিবিলি পিকনিক স্পটের পাশের রাস্তায় বিএম মোস্তাফিজুর রহমানকে দুই বোতল ফেনসিডিলসহ পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
মোস্তাক লোহাগড়া পৌরসভাধীন রামপুর গ্রামের মৃত হাসিব বিশ্বাসের ছেলে। ২০১২ সালে শৃঙ্খলাভঙ্গের দায়ে তিনি পুলিশ বাহিনী থেকে চাকরিচ্যুত হন।
লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজগর আলী বলেন, অভিযুক্তের দোষ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করা হয়। জব্দকৃত দুই বোতল ফেনসিডিল জনসম্মুখে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।
পিএনএস/এমবিবি
চাকরিচ্যুত পুলিশ সদস্যকে জেল-জরিমানা
28-05-2023 07:52PM
