পিএনএস ডেস্ক: রাজধানীর পোস্তগোলা সেতু (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজের কারণে ব্রিজে যান চলাচল সীমিত করেছে সড়ক ও জনপথ বিভাগ। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বাবুবাজার ব্রিজে (বুড়িগঙ্গা-২)। সকাল থেকে বাবুবাজার সড়কে তীব্র যানজটে ভোগান্তি হয়েছে যাত্রী ও চালকদের। অনেক যাত্রীই গাড়ি থেকে নেমে হেঁটেই ব্রিজ পার হচ্ছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাবুবাজার ব্রিজ এলাকা এমন দৃশ্যে দেখা যায়।
পোস্তগোলা সেতুর দু’টি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে। চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। এ সময় ঢাকাসহ ২১টি জেলার যাতায়াতে বাড়তি যানজটের শঙ্কা করছে পুলিশ।
এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহাসড়ক (এন-৮) বা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তৃতীয় কিলোমিটারে অবস্থিত। মেরামত চলাকালীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর।
সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করবে।
হালকা যানবাহনের মধ্যে রয়েছে বাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা। এসব যানবাহন ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে।
অন্যদিকে বিষয়টি মাথায় রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগসহ সাতটি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। বৈঠকে বাড়তি যানজট মোকাবিলায় ও বিকল্প সড়ক নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সংস্কার কাজ চলার সময় সড়ক ও জনপথ অধিদফতরের বিজ্ঞপ্তি অনুসরণ করা হবে।
পিএনএস/আনোয়ার
বাবুবাজার ব্রিজে তীব্র যানজট
23-02-2024 09:52AM