পিএনএস ডেস্ক: অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ ডারেশন। ১১টি দাবি নিয়ে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ সোমবার দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করবেন নৌযান শ্রমিকরা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
লিখিত বক্তব্যে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নৌপরিবহণ শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রায় শতভাগ ব্যক্তি মালিকানায় পরিচালিত এই শিল্প স্বল্পব্যয়ে যাত্রী ও পণ্য পরিবহণের মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের আমদানি ও রপ্তানি পণ্যন
নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
Sultan Sohan,
03-03-2024 05:09PM
