পিএনএস ডেস্ক: রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে সাংবাদিক বৃষ্টি খাতুনের (অভিশ্রুতি শাস্ত্রী) মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা শেষ হয়নি তৃতীয় দিনেও। নিহত সাংবাদিক অভিশ্রুতি নাকি বৃষ্টি খাতুন সেই পরিচয় শনাক্ত করতে রবিবার সকালে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে। তার মা বিউটি বেগমের স্যাম্পল নেওয়ার জন্য ডাকা হয়েছে ঢাকায়।
রবিবার বিকাল ৫টার দিকে বৃষ্টি খাতুনের মা বিউটি বেগম গণমাধ্যমকে বলেন, আমরা ফেরিতে, ঢাকায় যাচ্ছি।
এ বিষয়ে বৃষ্টি খাতুনের বাবা সবুজ শেখ বলেন, থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসছেন। পৌঁছাতে রাত হয়ে যাবে। সোমবার সকাল ১০টায় আবার রমনা থানায় যাবো। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সবমিলে গেলেই আমরা মরদেহ বুঝে পাব, এমনটিই বলেছে পুলিশ।
বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ বলেন, আমরা উদ্বেগ উৎকণ্ঠায় আছি। গ্রামের মানুষ বৃষ্টির মরদেহ আসার অপেক্ষায় আছে।
পিএনএস/ সোহান
অভিশ্রুতির বাবার স্যাম্পল নিয়ে, মাকে আনা হচ্ছে ঢাকায়
03-03-2024 06:30PM