আল-হামরিয়া বন্দর ত্যাগ করল এমভি আব্দুল্লাহ

  28-04-2024 12:23AM

পিএনএস ডেস্ক : সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া ‘এমভি আবদুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর ত্যাগ করেছে। জাহাজটি দুবাইয়ের মিনা সাকার নামে আরেকটি বন্দর থেকে পণ্য নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা হবে।

কেএসআরএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৭ এপ্রিল) দুবাইয়ের আল-হামরিয়া বন্দর থেকে জেটি থাকা এমভি আবদুল্লাহতে পণ্য বোঝাই শেষে রাত ৮টার দিকে কাছাকাছি দূরত্বের মিনা সাকার বন্দরের পথে রওনা হয়েছে। সেখানে আরও কিছু পণ্য তোলার পর মিনা সাকার থেকে রোববার (২৮ এপ্রিল) দেশের উদ্দেশ্যে যাত্রা করবে। মে মাসের মাঝামাঝি সময়ে জাহাজটি দেশে ফিরবে।

এর আগে এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের জেটিতে মোজাম্বিক থেকে আনা কয়লা খালাস করে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন