পিএনএস ডেস্ক : চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগের দুদিন, নির্বাচনের দিন ও পরের দিন নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা বা অভিযোগ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো যাবে। এ ব্যাপারে ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (১৮ মে) সরকারি এক তথ্য-বিবরণী থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়, চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৪টি ধাপে সম্পন্ন করা হবে। প্রতি ধাপে নির্বাচনের আগের দুদিন, নির্বাচনের দিন ও পরের দিন নির্বাচন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয় জরুরি সেবার মাধ্যমে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য ও অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে অবহিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবার চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে দ্বিতীয় ধাপ, ২৯ মে তৃতীয় ধাপ এবং ৫ জুন চতুর্থ ধাপের ভোট হওয়ার কথা রয়েছে।
পিএনএস/শাওন
নির্বাচন সংক্রান্ত সেবা মিলবে ৯৯৯-এ
18-05-2024 04:28PM