'রিচার্জ' ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, মালিককে জরিমানা

  19-05-2024 05:34PM

পিএনএস ডেস্ক : অনুমোদন ছাড়া বিক্রি হওয়া ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘রিচার্জ’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। পাশাপাশি জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটির মালিক গোলাম মোস্তফাকে।

রোববার (১৯ মে) বিচারক আলাউল আকবার এ নির্দেশ দেন।

মূলত অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছিল আকিজ গ্রুপের ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘রিচার্জ’। তাই বাজার থেকে প্রতিষ্ঠানটির ‘রিচার্জ’ প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি মালিক গোলাম মোস্তফাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে রোববার বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। সকালে দোষ স্বীকার করে জামিন চান তানভীর সিনহা। তিনি বলেন, এতে তাদের দোষ নেই। কারণ, তারা জানতেন না এটার লাইসেন্স নেই।

পরে আদালত তাকে ১৬ লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে বাজার থেকে সব এসএমসি প্লাস প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।

এর আগে গত মঙ্গলবার (১৪ মে) বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালত।

সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এসএমসি প্লাস, প্রাণের অ্যাকটিভ, ব্রুভানা, আকিজের রিচার্জ এবং টারবো–এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিংকস সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন