ঈদে গাড়ি ভাড়া বাড়ানো হবে কি না যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  29-05-2024 10:37AM



পিএনএস ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাড়ি ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাড়া গত ঈদে যেভাবে ছিল সেভাবেই থাকবে। নতুন করে আর বাড়ানো হবে না। পরিবহন মালিক, পরিবহন শ্রমিকদের প্রতিনিধিরা সেটা বলে গেছেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে যেসব যানবাহন কোরবানির পশু পরিবহন করবে সেগুলোর সামনে গন্তব্যস্থল বা কোন হাটে যাবে সেই হাটের নাম লিখে রাখতে হবে। গন্তব্যস্থলের নাম লিখে রাখার উদ্দেশ্য হলো রাস্তাঘাটে কেউ যাতে জোর করে গাড়ি থেকে পশু নামাতে না পারে। একইসঙ্গে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে।

তিনি আরও বলেন, রাস্তার ওপর পশুর হাটে কেউ কোনো পশু নামাতে পারবে না, রাস্তায় দাঁড়াতে পারবে না। নির্দিষ্ট স্থানে গিয়ে পশু নামাতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহায় পশুবাহী যানবাহনের আধিক্য দেখা যাবে। তাই নির্দেশনা দেওয়া হবে সবাই যেন সবসময় রাস্তার বাঁ পাশের লেন ব্যবহার করে। কেউ যেন রাস্তার মধ্যে না আসে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন