পিএনএস ডেস্ক: রাজধানী ঢাকা ছাড়াও সিলেটসহ সারাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সোয়া ৭টার দিকে এ কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল মায়ানমার। এ তথ্য জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
এই কম্পন রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূতের খবর পাওয়া গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৮ এপ্রিল রাজশাহী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তার আগে গত ২০ এপ্রিল চট্টগ্রাম মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে।
এসএস
ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান
29-05-2024 07:59PM