খামারের হরিণ হত্যার ভিডিও, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

  12-07-2015 10:24PM


পিএনএস: বাংলাদেশের চট্টগ্রামে একটি খামারের হরিণকে গুলি করে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে ছড়িয়ে দেয়ার পর ওই খামারের মালিকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করতে যাচ্ছে বন বিভাগ।

মইন উদ্দিন নামে ওই খামারীর বিরুদ্ধে বন বিভাগের অভিযোগ, তিনি বন্যপ্রাণী পালন বিষয়ে লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন। তাই তার বিরুদ্ধে ফৌজদারী অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বনবিভাগের কর্মকর্তারা বলছেন।

ওই খামার মালিক তার নিজ খামারের একটি হরিণকে নৃশংসভাবে গুলি করে হত্যার ভিডিও ধারণ করে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগর মাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ।

বন্যপ্রানী সংরক্ষণ কর্মকর্তারা জানাচ্ছেন, মঈন উদ্দীন নামে ওই খামারীর হরিণ পালনের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কর্মকর্তারা আরো জানিয়েছেন, খামারটিতে অভিযান চালিয়ে ষোলটি চিত্রল হরিণ বাজেয়াপ্ত করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন