ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে ধানমন্ডি থেকে ‘তুলে নেয়ার’ অভিযোগ

  09-09-2021 01:00AM

পিএনএস ডেস্ক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে রাজধানীর ধানমন্ডি থেকে ‘তুলে নেয়ার’ অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি জানান, ধানমন্ডির ৩ নাম্বার রোডের লেকপাড় থেকে রাত ১১টায় ডিবি পুলিশ ‘তুলে নিয়ে যায়’।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর মন্তব্য পাওয়া যায়নি।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ধানমন্ডির তিন নাম্বারে একটা রেস্টুরেন্ট বসে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট খেলা একত্রে বসে দেখছিলাম আমরা। আমি আগে চলে এসেছি। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রাজীবকে রাইফেলস স্কয়ারের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয় বলে জানতে পেরেছি।

প্রত্যক্ষদর্শী ছাত্রদলের সাবেক নেতা মাসুম বিল্লাহর বরাত দিয়ে আকরাম হাসান জানান, ‘ধানমন্ডিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তুলে নিয়ে যায়।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন