পিএনএস ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছিলাম এই বিশ্বাসে যে, অস্ত্র কোন শক্তি না অস্ত্র যারা চালায় তারা শক্তি। আমরা অস্ত্র চালিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে।’
তিনি বলেন, ‘অস্ত্রের চেয়ে বঙ্গবন্ধু অনেক বড়, তাই আমি বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছিলাম। অনেক নেতারা এটাকে কিছুই মনে করেনি। এখনো কিছুই মনে করে না।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া এইচইউ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক আব্দুস সবুর খান, আহবায়ক কমিটির সদস্য আশীক জাহাঙ্গীর, পৌর কমিটির সভাপতি আবু জাহিদ রিপন, বাসাইল উপজেলা কমিটির সভাপতি রাহাত হাসান টিটু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, যুব আন্দেলন নেতা মো. রবিন, উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নাহিদ তালুকদার প্রমুখ।
পিএনএস/এমবিবি
অস্ত্রের চেয়ে বঙ্গবন্ধু অনেক বড় : কাদের সিদ্দিকী
27-01-2023 04:20PM
