বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু

  12-03-2023 01:46PM



পিএনএস ডেস্ক: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির গুলশানের বাসায় আজ রবিবার সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা হয়েছে। নির্বাচন কীভাবে অংশগ্রহণমূলক করা যায়, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমান সরকারের অধীনে বিএনপি কী কী কারণে নির্বাচনে যাবে না তাও তাদের জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে বিশ্ব পর্যবেক্ষণ করছে, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জনগণ যাতে নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে পারে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা এতে অংশগ্রহণ করেন।


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন