পিএনএস ডেস্ক : রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিন এ রিমান্ড আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহিন মিয়া আসামি মজনুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
মজনুর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ২১ মে মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।
পিএনএস/এমবিবি
বিএনপি নেতা মজনু রিমান্ডে
22-05-2023 06:24PM