পিএনএস ডেস্ক : রাজধানীর সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়াসিম রানা কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র ছিল। রাজধানীর নিমতলীর চানখাঁরপুর এলাকার একটি বাসায় থাকতো। তার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়।
শুক্রবার রাতে নিমতলীর বাসায়ই তিনি আত্মহত্যা করেছেন বলে তার বন্ধুরা জানিয়েছেন। তবে আত্মহত্যার সম্ভাব্য কোন কারণ তারা জানাতে পারেননি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানায় জানানো হয়েছে।
পিএনএস/শাওন
গলায় ফাঁস দিয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা
03-06-2023 02:58AM
