পিএনএস ডেস্ক: রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ’ ডেকেছে বিএনপি।
আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্ব করবেন ও সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব আমিনুল হক ।
পিএনএস/আনোয়ার
আজ নয়া পল্টনে বিএনপির ‘বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ’
03-06-2023 11:49AM
