বিএনএমে যোগ দিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী

  28-11-2023 02:27AM

পিএনএস ডেস্ক : নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে মনোনয়ন ফরম নিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে লড়তে চান তিনি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে গিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সংগীতশিল্পী।

ডলি সায়ন্তনী বলেন, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।

এদিন ডলি সায়ন্তনী ছাড়াও আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বিএনএমে যোগ দিয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম সফি মাহমুদ রয়েছেন। এ নিয়ে দলটিতে ছয়জন সাবেক সংসদ সদস্য যোগ দিলেন।

সোমবার বিকেল পর্যন্ত তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনএম। চলতি বছরের ১০ আগস্ট নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দেয়। বিএনএমের প্রতীক হলো নোঙর।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন