‘শ্রমিকরা ন্যায্য মজুরির আন্দোলন করলেই কারখানা বন্ধের ভয় দেখানো হয়’

  01-12-2023 03:53PM




পিএনএস ডেস্ক: শ্রমিকরা ন্যায্য মজুরির আন্দোলন করই কারখানা বন্ধের ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, শ্রমিকের মজুরি যা বাড়ে জিনিসপত্রের দামসহ জীবনযাত্রার ব্যয় বাড়ে তার চেয়ে বেশি।

শুক্রবার (১ ডিসেম্বর) গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সম্মিলিত শ্রমিক পরিষদের শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগ তোলা হয়। অথচ শ্রমিকরা কখনো নিজের কারখানায় আগুন দেয় না। চক্রান্ত করে আগুন দিয়ে শ্রমিকদের আন্দোলন নস্যাৎ করতে চায়।’

সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকলে শ্রমিকদের কথা ভাবতো। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হবে না। জনগণকে ভোটের অধিকার ফেরত দিতে হবে।’

ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালী লড়াইয়ের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জোর করে আন্দোলন বন্ধ করে যাবে না। যারা আন্দোলন করে তাদের মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। গায়েবি মামলা বন্ধ করে অন্যায়ভাবে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।’

‘আগামী দিনের লড়াই ভোট ও ভাতের অধিকারের লড়াই,’ বলেন তিনি।


বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন, নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন