পিএনএস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সিলেট-১ জাতীয় সংসদের একটি মর্যাদাপূর্ণ আসন। এ আসনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, সিলেট মহানগরের ভোটারদের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা গুরুত্বপূর্ণ ব্যক্তি। জনগণের সুখে-দুঃখে কাউন্সিলররা সবসময় পাশে থাকেন। সেই সঙ্গে সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড কাউন্সিলরদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে কাউন্সিলরদের বিকল্প নেই। পররাষ্ট্রমন্ত্রী উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্নে সবার সহযোগিতা চান।
শনিবার সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে আয়োজিত সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতা কামনা করেন।
সিলেট সিটি করপোরেশেনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিটি করপোরেশনের কাউন্সিলররা অংশ নেন।
এ সময় নির্বাচনে সব ধরনের সহযোগিতা প্রদানে পররাষ্ট্রমন্ত্রীকে কথা দেন উপস্থিত কাউন্সিলররা।
পিএনএস/সোহান
ভোটারদের কেন্দ্রমুখী করতে কাউন্সিলরদের বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী
02-12-2023 09:22PM