সংরক্ষিত আসনে ৪৮ জনের মনোনয়নপত্র জমা দিল আ. লীগ

  18-02-2024 06:44PM

পিএনএস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে আওয়ামী লীগ। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত ৪৮ জনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এতে স্বতন্ত্র ও ১৪ দলেরও সদস্য রয়েছে।

এ সময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫৪৯ জন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য। এবার ৪৮ জন মনোনীত প্রার্থীর মধ্যে ৩৪ জনই নতুন মুখ।

পিএনএস/ সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন