ক্যাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার : নেইমার

  29-11-2022 07:16PM

পিএনএস ডেস্ক : কাতার বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলের জয় দেখেছিল ব্রাজিল। আর এই জয়ে ‘জি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলো সেলেসাওরা। এ ছাড়াও বিশ্বকাপের মঞ্চে নতুন রেকর্ড গড়েছে তিতের শিষ্যরা।

তবে স্টেডিয়াম ৯৭৪- রাস আবু আবোদে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে ব্রাজিলিয়ানদের। পুরো ম্যাচে ১৩টি আক্রমণ করে একমাত্র জয়সূচক গোল পেতে সেলেসাওয়ানদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত।

এরপর দলটির মিডফিল্ডার ক্যাসেমিরোর এক মুহূর্তের জাদুতে আচমকা এগিয়ে যায় ব্রাজিলিয়ানরা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সুইস গোলরক্ষক ইয়ান সমারও মুগ্ধ নয়নে কেবল তাকিয়ে ছিল ক্যাসেমিরোর শটের দিকে। দলকে জেতানো এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের প্রশংসায় পঞ্চমুখ দলটির সেরা তারকা নেইমার।

ম্যাচশেষে ক্যাসেমিরোকে বিশ্বের সেরা মিডফিল্ডার দাবি করে নেইমার টুইটারে লেখেন, ‘ক্যাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার।’

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন