মুশফিকের অদ্ভুত আউটের যে ব্যাখ্যা দিলো আইসিসি

  07-12-2023 12:31PM



পিএনএস ডেস্ক: সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন অদ্ভুতভাবে আউট হন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল আটকিয়ে অঘটনের জন্ম দেন তিনি।

নিউজিল্যান্ডের আবেদনের প্রেক্ষিতে আউট দেয়া হয় মুশফিককে। এই ধরনের আউটকে ক্রিকেটে বলা হয় ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। টেস্টে এই আউট হন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। অদ্ভুত এই আউটের ব্যাখ্যা দিয়েছে আইসিসি। বুধবার (০৬ ডিসেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের ব্যাখ্যা দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসি জানিয়েছে, ধারা ৩৭.১.১ অনুযায়ী কোনো ব্যাটার যদি বল খেলার মধ্যে থাকাকালে ইচ্ছাকৃতভাবে কথা বা কাজের মাধ্যমে প্রতিপক্ষ দলকে বাধা দেন কিংবা মনোযোগ নষ্ট করেন, তবে তিনি আউট হবেন। তবে ৩৭.২ ধারা অনুযায়ী, আঘাত থেকে বাঁচতে এমন কিছু করলে সেই ব্যাটার আউট হবেন না।

ধারা ৩৭.১.২ অনুযায়ী বোলার বল করার পর কোনো ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা তার বিপরীত হাত দিয়ে বলে আঘাত করেন বা সরিয়ে দেন তবে তিনি আউট ঘোষিত হবেন। ৩৭.২ ধারা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন