হাথুরুর সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন নতুন নির্বাচক

  24-02-2024 02:57PM



পিএনএস ডেস্ক: মিনহাজুল আবেদিন নান্নুকে সরিয়ে চলতি মাসেই নতুন প্রধান নির্বাচকের চেয়ারে বসেছেন গাজী আশারাফ হোসেন লিপু। এমনকি হাবিবুল বাশার সুমনের জায়গায়ও এসেছে পরিবর্তন। নতুন করে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন হান্নান সরকার। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে শুক্রবার প্রথম দেখা হলো লিপুর।

বৃৃহস্পতিবার ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছিলেন হাথুরু। এরপর সন্ধ্যায় বিপিএলে সিলেট-খুলনা ম্যাচ চলাকালে উপস্থিত ছিলেন মিরপুর শের-ই বাংলায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নতুন প্রধান নির্বাচক লিপুও।

ফলে সেখানেই লিপুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে হাথুরুসিংহের। যদিও এই সাক্ষাতে প্রধান কোচের সঙ্গে কেবল সৌজন্যতামূলক কথা হয়েছে বলে নিশ্চিত করলেন লিপু নিজেই।

তিনি বলছিলেন, ‘আজ তো প্রথমবার দেখা হলো, অফিশিয়ালি কোনো কথা না। সৌজন্য বলতে পারেন। আগের সময় শ্রীলঙ্কান দলের কারা খেলতো আমাদের ঘরোয়াতে সেটাই কথা হলো। সঙ্গে মোহাম্মদ আশরাফুলও ছিল। আমরা দায়িত্ব নিলে তখন বাকি কথা বলতে পারব।’


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন