পিএনএস ডেস্ক: ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান হলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম।
এই দুই তারকার গড়া রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
শনিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৭ উইকেটের জয়ে ৩৪ বলে চারটি চার আর এক ছক্কায় ৪৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন রিজওয়ান।
এদিন আাগে ব্যাট করে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমিরের গতির মুখে পড়ে ১৮.১ ওভারে মাত্র ৯০ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড।
দলের জয়ে রিজওয়ান ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেট হাতে রেখেই ৪৭ বল আগে জয়ে নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যায় পাকিস্তান।
বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
আজ শনিবার ৪৫ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে ৩০০০ রানের ক্লাবে পৌঁছান রিজওয়ান। এজন্য তিনি খেলেছেন মাত্র ৭৯ ইনিংস। এই মাইলফলক স্পর্শ করতে বিরাট কোহলি ও বাবর আজম খেলেন ৮১ ইনিংস।
টি-টোয়েন্টিতে দ্রুততম ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করায় কোহলি-বাবরকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন রিজওয়ান।
পিএনএস/এমএইউ
বাবর-কোহলিকে ছাড়িয়ে রিজওয়ানের রেকর্ড
21-04-2024 12:05PM