জার্মান লিগে অপরাজিত চ্যাম্পিয়ন লেভারকুজেন, বায়ার্ন তৃতীয়

  19-05-2024 03:30AM

পিএনএস ডেস্ক: অবিশ্বাস্য এক মৌসুম কাটাল বায়ার লেভারকুজেন। কদিন আগে বার্য়ান মিউনিখের ১১ বছর আধিপত্য গুঁড়িয়ে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি। আজ অগসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মৌসুম শেষ করল লেভারকুজেন। জার্মান লিগে তারাই প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হলো।

চলতি আসরের শেষ ম্যাচে ঘরের মাঠে অগসবুর্গকে আতিথেয়তা দেয় জাবি আলোনসোর দল। পুরো আসরের এদিনও আধিপত্য দেখিয়েছে লেভারকুজেন। রেফারির শেষ বাঁশি বাজতেই ইতিহাসে নাম লেখায় দলটি। এর আগে বেনফিকার ছয় দশক আগের (৪৯ ম্যাচে অপরাজিত) রেকর্ড ভেঙেছিল দলটি।

এবারের জয়ে শেষ এই মৌসুমে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকল লেভারকুজেন। দলটিকে হাতছানি দিচ্ছে ট্রেবল। বুন্দেসলিগায় ৩৪ ম্যাচের ২৮টিতে জিতেছে তারা। ড্র করেছে বাকি ছয় ম্যাচে। পুরো মৌসুমে ৮৯টি গোল করেছে তারা। বিপরীতে হজম করেছে ২৪টি। ৯০ পয়েন্ট নিয়ে সবার ওপরে লেভারকুজেন। সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনখের ৩৪ ম্যাচে ৭২ পয়েন্ট।

বাভারিয়ানদের অবস্থান আপাতত তিনে। বুন্দেসলিগায় এর আগে দুবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি গিয়েছিল বার্য়ান। কিন্তু দুবারই একটি করে ম্যাচ হেরেছে তারা। অন্যদিকে প্রথমবার কোনো দলের কোচ হয়েই বাজিমাত করলেন আলোনসো।

ইতিহাস গড়ার ম্যাচে প্রথমার্ধের ২৭ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় লেভারকুজেন। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের ৬৩তম মিনিটে গোল হজম করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে লেভারকুজেন। তাদের এই রূপকথার মৌসুমের নায়ক প্রধান কোচ আলোনসো।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন