মৌসুমসেরা হলেন লেভারকুসেনের উইর্টজ

  20-05-2024 11:03PM

পিএনএস ডেস্ক : বেয়ার লেভারকুসেনের জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ বুন্দেসলিগাযর ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। লেভারকুসেনকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২১ বছর বয়সী এই জার্মান তরুণ।

দীর্ঘ ১১ মৌসুম পর বুন্দেসসিগায় নতুন কোন দল চ্যাম্পিয়ন হয়েছে। গত ১১ মৌসুমে টানা শিরোপা উঁচিয়ে ধরেছিল বায়ার্ন মিউনিখ। তবে চলতি মৌসুমে আর বায়ার্নকে লিগ শিরোপার দৌড়েই থাকতে দেয়নি লেভারকুসেন। মৌসুমের শুরু থেকেই একচেটিয়া দাপট দেখিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকে লিগ শিরোপা জিতেছে জাবি আলোনসোর দল।

লেভারকুসেনকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলের জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ। বুন্দেসলিগায় ১১ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেন উইর্টজ। এছাড়াও মৌসুমে তিনবার মাসসেরা পুরষ্কারও পেয়েছেন এই জার্মান মিডফিল্ডার। এছাড়াও, আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপেও জার্মানির মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন উইর্টজ।

চলতি মৌসুমে এখনও দুইটি শিরোপা জয় করতে পারে লেভারকুসেন। আগামী ২২ মে ইউরোপা লিগ ফাইনালে আতালান্তার বিপক্ষে খেলবে তারা। এরপর ২৫ মে জার্মানির ঘরোয়া কাপ ডিএফবি পোকালের ফাইনালে এফসি কাইজারস্লটার্নের বিপক্ষে খেলবে আলোনসোর দল।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন